জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এল ইসলামী ছাত্রশিবির
- By Jamini Roy --
- 30 October, 2024
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিবের এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানানো হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রকাশিত এ বিবৃতিতে তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক পরিবেশে সুস্থ রাজনৈতিক চর্চা চালিয়ে যেতে ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির কাজ করবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গবেষণামুখী শিক্ষাব্যবস্থা চালু করা, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
ছাত্র সংসদকেন্দ্রিক সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ১৯৮৯ সালের সিন্ডিকেট বৈঠকে ছাত্রশিবির নিষিদ্ধের প্রস্তাবনাটি বাস্তবায়ন হয়নি।
আওয়ামী শাসন ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিবৃতিতে সবাইকে যৌক্তিক রাজনৈতিক সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।